ফিটনেস টেস্টে উতরে গেলেন নাসির

ফিটনেস টেস্টে উতরে গেলেন নাসির

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রাথমিক তালিকায় থাকায় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক ফিটনেস টেস্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। প্রথম দিন ফিটনেস টেস্টে এসে দারুণভাবে উতরে গেছেন নাসির হোসেন। ফলে এনসিএলে অংশ নিতে আর কোনো বাধা নেই তার।

আজ শনিবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন এনসিএলে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। এখানে পাশ করলেই এনসিএলের জন্য দলগুলোর মূল স্কোয়াডে জায়গা পাবেন সবাই।

ক্রিকেটারদের জন্য ইয়ো ইয়ো পদ্ধতিতে টেস্টের আয়োজন করা হয়। তাতে নাসির পেয়েছেন ১৭ নম্বর। চমক দেখিয়েছেন আবু হায়দার রনি। তিনি পেয়েছেন ১৯.৩ নম্বর। এছাড়া ফিটনেস টেস্ট উতরে গেছেন নাঈম ইসলাম ও শুভাশীষ রায়।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের এনসিএল। আসরের সবগুলো ম্যাচই সিলেট ও কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত মার্চে এনসিএল শুরু হলেও করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়।

More News...

রনি-লিটনদের ঝড়ের পর চট্টগ্রামে বৃষ্টির হানা

বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে বিদায় নিলেন লিটন-শান্ত