মুদি দোকানে পাওয়া গেল বিরল প্রজাতির লবস্টার

মুদি দোকানে পাওয়া গেল বিরল প্রজাতির লবস্টার

অনলাইন ডেস্ক : কানাডার ক্যারোটি ক্রাস্টেসিয়ানে একজন মুদি দোকানি বিক্রির জন্য অনেকগুলো লবস্টার নিয়ে আসেন। তার ভেতর তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির লবস্টার। পরে তিনি লবস্টারটিকে দোকানের পানির ট্যাংকে জিইয়ে রাখেন।

লুন্ডকুইস্ট নামে ওই মুদি দোকানি বলেন, এই লবস্টারটি তার স্ব-জাতির অন্যদের থেকে আলাদা। তিনি তার স্ত্রীর সঙ্গে আলাপ করেন লবস্টারটিকে সমুদ্রে ছেড়ে দেওয়ার বিষয়ে। কিন্তু সমুদ্র ছিল তার কাছ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে।

উপায় না পেয়ে তিনি লবস্টারটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন। এতে তার ব্যবসা কয়েক সপ্তাহ প্রায় বন্ধ থাকে।

পরে একটি বাক্সে ভরে লবস্টারটি কিনে নিয়ে যায় টরন্টো অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ। বুধবার তারা ঘোষণা করেছে, তারা সফলভাবে লবস্টারটির পুনর্বাসন করেছে।

কিছুদিনের মধ্যে দুইবার কমলা লবস্টার উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে, অ্যারিজোনার একটি রেস্তোরাঁয় পাওয়া একটি কমলা লবস্টার স্কটসডেল অ্যাকুয়ারিয়ামে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিকারিদের দেখলে বেশির ভাগ লবস্টার গাঢ় নীল বা সবুজ রঙের ছদ্মবেশ ধারণ করে। তবে, ‘হ্যালোইন’ নামে একটি বিরল লবস্টার আছে যারা সমানভাবে অর্ধেক কালো, অর্ধেক কমলাতে বিভক্ত। ধারণা করা হয় যে প্রতি এক কোটি লবস্টারের মধ্যে একটির ক্ষেত্রে এই পরিবর্তন ঘটে।

লবস্টার কত দিন বন্দী অবস্থায় টিকে থাকতে পারে তা জানা যায়নি। তবে অনুমান করা হয় তারা একশ বছরের মতো থাকতে পারে।

More News...

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা

ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস-হৃদয় দুর্বল : রিজভী