নতুন কিছু শিখেছেন, ভীষণ আশাবাদী সৌম্য

নতুন কিছু শিখেছেন, ভীষণ আশাবাদী সৌম্য
 স্পোর্টস ডেস্ক : হাতে মার আছে। উইকেটে সেট হলে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। কিন্তু সৌম্য সরকারের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। এক ম্যাচ ভালো খেললে পরের কয়েক ম্যাচ পর্যন্ত আর সাফল্যের দেখা মেলে না।

বিশেষ করে কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে একদম যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছেন সৌম্য। পাঁচ ম্যাচে সাকুল্যে করেছেন মাত্র ২৮ রান। গড় ৫.৬। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন, সেখানেও আউট ৪ রানে।

মূল বিশ্বকাপের আগে ওমানে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। পুরো দল আগেভাগেই চলে যাচ্ছে ওমান। ৩ অক্টোবর দেশ ছাড়বে মাহমুদউল্লাহ ব্রিগেড।
তার আগে দেশে ঝামঝরানো অনুশীলন সেরেছেন সৌম্যরা।

মিরপুরে আজ (শুক্রবার) অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে সৌম্য বলেন, ‘এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন উইকেট আশা করছেন? বাঁহাতি এই ব্যাটসম্যান জানান, ‘টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি, সবাই ওখানে মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে।’

কোন দল তার প্রিয় প্রতিপক্ষ? সৌম্যর জবাব, ‘প্রিয় প্রতিপক্ষ বলে কেউ নেই। সবার সাথেই ভালো করতে হবে। আলাদা কোনো কিছু নেই। মাঠে সব প্রতিপক্ষই সমান। ১০ নম্বর দলের বিপক্ষে যে মনোযোগ নিয়ে খেলা উচিত, ১ নম্বর দলের বিপক্ষেও একই মনোযোগ নিয়ে খেলা উচিত। সবাইকে সমান চোখে দেখলে ভালো হয়। সব দল সমান। আলাদা কিছু না ভেবে নিজের সেরাটা দিতে হবে।’

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর