পাকিস্তানের কাছে ক্ষমা চাইল ইংল্যান্ড

পাকিস্তানের কাছে ক্ষমা চাইল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর বালিত করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড।

কিউইদের এমন সিদ্ধান্তের পর পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের নারী ও পুরুষ দল পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল।

সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সফরে যাবে ইংলিশরা।

বুধবার ইসিবির চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর বলেছেন, সফর বাতিলের খবরে পাকিস্তান এবং গোটা বিশ্বে যারা দুঃখ পেয়েছেন তাদের জন্য আমি অনুতপ্ত। খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং সত্যি বলতে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এটা ঠিক যে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয়নি।

ডেইলি মেইলকে তিনি আরও বলেন, সূচি মেনে পূর্ণ সফরের জন্য আমরা প্রস্তুত। আগামী বছরেই সফর করার চিন্তা চলছে। সময় নিয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী বছরে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর