ফ্রান্স থেকে ৩৫ বছর আগের ২৪টি যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্স থেকে ৩৫ বছর আগের ২৪টি যুদ্ধবিমান কিনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক :  ভারতীয় বিমানবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৪টি ‘মিরাজ-২০০০’ যুদ্ধবিমান কিনছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তবে সেগুলো নতুন বিমান নয়, প্রত্যেকটি বিমানই ‘সেকেন্ড হ্যান্ড’। বিমানগুলো ফরাসি বিমানবাহিনী দীর্ঘদিন ব্যবহার করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতীয় বিমানবাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের মতোই ‘মিরাজ-২০০০’-এর নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন। প্রায় ৩৫ বছর আগে রাজীব গান্ধীর সরকারের আমলে ভারতীয় বিমানবহরে যুক্ত হয়েছিল ‘মিরাজ’। ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে জঙ্গি বিরুদ্ধে চালানোয় হামলায়ও ওই বিমান ব্যবহার করে ভারত।

ফরাসি বিমানবাহিনীর ব্যবহৃত ওই ২৪টি মিরাজ যুদ্ধবিমানের দাম পড়বে মাত্র দুই কোটি ৭০ লাখ ইউরো, যা ভারতীয় রুপিতে ২৩৫ কোটি টাকা। অর্থাৎ একটি রাফাল যুদ্ধবিমানের দামের পাঁচ ভাগের এক ভাগেই পুরো ২৪টি মিরাজ যুক্ত হবে ভারতীয় বিমানবাহিনীর বহরে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৪টি বিমানের মধ্যে পাঁচটি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আরও আটটি বিমানের সামান্য সংস্কার প্রয়োজন। বাকি ১১টি আনা হচ্ছে ভিন্ন উদ্দেশ্যে।

More News...

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ

ইরানের ঘোষণা ‘লড়াই আপাতত শেষ, ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও বড় আক্রমণ’