করোনায় ৪ হাজার ৮২১ কোটি টাকা ক্ষতি বার্সেলোনার

করোনায় ৪ হাজার ৮২১ কোটি টাকা ক্ষতি বার্সেলোনার

আর্থিক সমস্যার কারণে বার্সেলোনা তাদের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি। মেসি নিজের পারিশ্রমিকের অর্ধেক কমিয়ে দেয়ার পরও সম্ভব হয়নি। শুধু তাই নয়, আর্থিক কারণে আন্তোনিও গ্রিজম্যানকেও পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে বার্সা।

আগামী ১৬ এবং ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বার্সেলোনার মেম্বার অ্যাসেম্বলি। সেখানে অর্থনৈতিক বিষয়াদি পাস করা হবে। বার্সেলোনার যে বোর্ড অব ডিরেক্টর্সের বৈঠক অনুষ্ঠিত হলো, সেখানে সবাই চিন্তা করেছিল- হয়তো কোচ রোনাল্ড কোম্যানের বিষয়টা আলোচনায় তোলা হবে। কিন্তু সেখানে তেমন কিছুই আলোচনা হলো না।

মূলত বার্সার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ যে খুবই খারাপ তা বলার অপেক্ষা রাখে না। তবে, বার্সা কর্মকর্তারা তাকে আরো সময় দিতে চান। হয়তো এ কারণেই তার ব্যপারে কোনো আলোচনা হয়নি।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর