র‍্যাঙ্কিংয়ে নাসুম-মোস্তাফিজের উন্নতি, সাকিবের অবনতি

র‍্যাঙ্কিংয়ে নাসুম-মোস্তাফিজের উন্নতি, সাকিবের অবনতি

ক্রীড়া ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন এই পেসার। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাসুম আহমেদও। র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ ও নাসুম। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছিলেন নাসুম। হয়েছিলেন সিরিজসেরাও। সমান সংখ্যক উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজেও। ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ১৫-তে উঠে এসেছেন নাসুম। ক্যারিয়ারসেরা ৫৭৬ রেটিং পয়েন্ট ২৬ বছর বয়সী এই স্পিনারের। র‍্যাঙ্কিংয়ের আটে উঠে আসা মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬২৬।

নাসুম-মোস্তাফিজ উন্নতি করলেও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিবের। গত মাসে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সাকিব নেমে গেছেন দুইয়ে। বাংলাদেশ অলরাউন্ডারকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তবে বোলিংয়ে আগের ৯ নম্বর অবস্থানটা ধরে রেখেছেন সাকিব।

More News...

ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস-হৃদয় দুর্বল : রিজভী

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়