ভুলটা একটু কম দেখে ভালোর দিকে তাকান: সাকিব

ভুলটা একটু কম দেখে ভালোর দিকে তাকান: সাকিব

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজ জয়ের তাজা স্মৃতি নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। যদিও এই দুই সিরিজে মিরপুরের স্লো এবং টার্নিং উইকেটে খেলে টাইগারদের প্রস্তুতি কতটা হলো, সে প্রশ্ন উঠছে। তা ছাড়া প্রতিপক্ষ দুই দলই প্রথম সারির খেলোয়াড়দের রেখেই বাংলাদেশে এসেছিল। তবে এসব নেতিবাচক দিক না দেখে ইতিবাচক দিকগুলোর দিকে তাকানোর আহ্বান জানালেন সাকিব আল হাসান।

রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাকিব বলেন, ‘দেখুন, আপনি যদি ভুল ধরতে চান, যে কোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। তাই ভুলটা একটু কম দেখে, ভালোর দিকে যদি তাকান, অনেক ভালো কিছু দেখতে পাবেন।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সিরিজ দুটিতে আসা সাফল্যে দলীয় পারফরম্যান্সকে বড় করে দেখছেন সাকিব, ‘আমার কাছে মনে হয়, সব ক্রিকেটার কম-বেশি পারফরম্যান্স করছে এবং আমরা একটা দল হিসেবে খেলতে পারছি। এটাই জেতার বড় কারণ।’

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর