নিরাপরাধ মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে : বিএনপি

নিরাপরাধ মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক : কর্তৃত্ববাদী সরকার যখন ইচ্ছে তখন নিরাপরাধ মানুষকে বেআইনিভাবে তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, নেতা কর্মীদের তুলে নিয়ে দীর্ঘ সময় গোপন রেখে ‘আষাঢ়ে গল্প’ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার যখন ইচ্ছে তখন নিরাপরাধ মানুষকে বেআইনিভাবে তুলে নিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় গোপন রেখে আষাঢ়ে গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার করা যেন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। দেশ যেন এক মগের মুল্লুকে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘গত বুধবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম রাহুলসহ পাঁচজনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় গোপন রেখে ধানমণ্ডি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে রাজিব আহসানসহ গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীর মুক্তি দাবি করছে।’

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং আন্দোলন ও পতনের ভয়ে ভীত হয়ে বিএনপি, ছাত্রদলসহ বিরোধী দলের নেতা কর্মীদের নতুন করে গ্রেপ্তার ও হয়রানি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী নেতা–কর্মীদের গ্রেপ্তার করেছে।’

গত বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবসহ চারজনকে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।

তবে গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল মিয়া সাংবাদিকদের বলেন, ‘রাজীবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা আছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। তাকে আদালতে হাজির করা হয়েছে।’

রাজীবকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতা কর্মীদের ধারাবাহিকভাবে গুম ও গ্রেপ্তার করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাজীবকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছেন।’

More News...

ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস-হৃদয় দুর্বল : রিজভী

বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না: কাদের