মন্ত্রীর সমান বেতন পাবেন বিরোধীদলীয় নেতা

মন্ত্রীর সমান বেতন পাবেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক : সামরিক শাসন আমলের আইন বাতিল করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং উপনেতার পারিতোষিক ও বিশেষাধিকার সংক্রান্ত নতুন বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

শুক্রবার জাতীয় সংসদে আইন মন্ত্রী আনিসুল হক ‘বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ সংসদে বিলটি উপস্থাপন করেন। পরে বিলটি ১৪ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা সরকারের একজন মন্ত্রীর জন্য ধার্য বেতন, ভাতা, অন্যান্য বিশেষাধিকার পাবেন। আর বিরোধী দলীয় উপনেতা একজন প্রতিমন্ত্রীর সমান বেতন, ভাতা, ও অন্যান্য বিশেষাধিকার পাবেন। বিরোধীদলীয় নেতা সংজ্ঞা হলো- স্পিকারের বিবেচনামতে, যে সংসদ সদস্য সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা অধিসংঘের নেতা।

১৯৭৯ সালে সামরিক শাসন আমলের এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় নতুন আইন করতে বিলটি আনা হয়েছে।

More News...

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল