বিস্কুট খেতে খেতে বাসায় এলেন পরীমনি

বিস্কুট খেতে খেতে বাসায় এলেন পরীমনি

বিনোদন ডেস্ক : মাদক মামলায় গতকাল জামিন পেলেও আজ বুধবার মুক্ত হলেন চিত্রনায়িকা পরীমনি। এদিন সকালে কাশিমপুর মহিলা কারাগার থেকে বের হয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। নায়িকার জামিনের খবরে তার বনানীর লেকভিউয়ের বাড়ির সামনে ভিড় করছেন গণমাধ্যমকর্মীসহ উৎসুক জনতা ও ভক্ত-অনুরাগীরা।

বুধবার (১ সেপ্টেম্বর) বনানীর লেকভিউয়ের ওই বাড়ির সামনে দেখা গেছে, চিত্রনায়িকার জামিনের খবরে সকাল থেকেই অনেকে পরীমনির বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন। অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুর ১টার দিকে বনানীর বাসায় প্রবেশ করেন পরীমনি। এসময় তার হাতে দেখা যায় বিস্কুটের প্যাকেট। বিস্কুট খেতে খেতে গাড়ি থেকে নেমে বাসায় ভেতরে প্রবেশ করেন তিনি।

এসময় পরী বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। তবে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে বাড়িতে ঢুকে যান।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। তখন তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব।

এরপর ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

More News...

মৌসুমীর অভিনয়জীবনের ৩০ বছর, যা বললেন ওমর সানী

রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন মিম