আন্দোলনের সম্ভাবনা দেখলে সরকার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেশি দেখায়: মান্না

আন্দোলনের সম্ভাবনা দেখলে সরকার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেশি দেখায়: মান্না

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার যখন দেখে দেশে আন্দোলনের সম্ভাবনা রয়েছে তখন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেশি দেখায়।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘ভাত, ভোট ও কথা বলার অধিকারের দাবি’ শিরোনামে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর যে তথ্য প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর দিচ্ছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে মান্না বলেন, ‘সরকার যে তথ্যগুলো দেয় সেগুলো কি ঠিক? এরা যখন মনে করে দেশে আন্দোলনের সম্ভাবনা, তখন মৃত্যু ও আক্রান্ত সংখ্যা বেশি দেখায়। আর অন্য সময় নিজেদের যখন দরকার হয়, তখন কমিয়ে দেয়। সবাই বলে সরকারের হিসাব বিশ্বাস করা যায় না।’

ক্ষমতাসীনদের উদ্দেশে মান্না বলেন, ‘আপনাদের আমরা বিশ্বাস করি না। মেহেরবানি করে মাফ করে দেন। ক্ষমতা ছেড়ে চলে যান। একটা নিরপেক্ষ সরকার দেন। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। যদি আপনারা জেতেন আপনারা ক্ষমতায় যাবেন। আর আপনারা যদি ভোটেই জিততে না পারেন, তারপরে গায়ের জোরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন সেটা তো হবে না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বয়ক আবদুস সালাম বলেন, ‘সরকারকে বলব, এখনো সময় আছে, সংকট সমাধানে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিন, বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসুন। একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।’

সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এম এ বাশার প্রমুখ।

More News...

বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না: কাদের

ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্দেশ্যমূলক : রিজভী