শেষ মুহূর্তে বাতিল রোনালদোর গোল, জয় বঞ্চিত জুভেন্টাস

শেষ মুহূর্তে বাতিল রোনালদোর গোল, জয় বঞ্চিত জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
এখনও তার ইতালি ছাড়ার গুঞ্জন রয়েছে। এ কারণে ম্যাচের শুরুতেই কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে রোনালদো জানিয়ে দিয়েছিলেন তাকে যেন সেরা একাদশে না রাখা হয়। সে কারণে মৌসুমের প্রথম ম্যাচে উদিনেসের বিপক্ষে মাঠে নামলেন বদলি হিসেবে। নেমে একটি গোলও করলেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই গোল ভিএআর দেখে বাতিল করে দেয়া হলো। রোনালদোর গোল বাতিল করার কারণে জয়ও পেলো না জুভরা। উদিনেসের সঙ্গে ২-২ গোলে সমতাতেই ম্যাচ শেষ হলো। মৌসুমের প্রথম ম্যাচটাতেই জয় না পাওয়ার হতাশায় পুড়তে হলো রোনালদো এবং মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। গত মৌসুমটা একদমই পরিকল্পনামাফিক যায়নি জুভেন্টাসের। কোনোমতে সিরি আ-তে চতুর্থ স্থানে শেষ করে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে সক্ষম হয়েছিল বিয়ানকোনেরিরা। নতুন মৌসুমে আন্দ্রে পিরলোকে সরিয়ে জুভেন্টাসের ডাগ আউটে প্রত্যাবর্তন ঘটানো হয়েছে আলেগ্রিকে।
মৌসুমের শুরুতেই ক্লাবের আর্থিক সমস্যা, নতুন কোচের পাশাপাশি গোদের ওপর বিষফোঁড়ার মতো এসে বসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ছাড়ার জল্পনা। ম্যাচের প্রথম একাদশেও ছিলেন না রোনালদো। তবে আলেগ্রি ম্যাজিকে পুনরায় হারানো স্থান ফিরে পাওয়ার লক্ষ্যে মৌসুমের প্রথম ম্যাচে শুরুটা দারুণভাবে করেছিল জুভ। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার গোলে এগিয়ে যায় জুভরা। ২৩ মিনিটে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্ট থেকে হুয়ান কুয়াদ্রাদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেক আর্জেন্টাইন ও সাবেক জুভ ফুটবলার রবার্তো পেরেইরার পেনাল্টি থেকে ব্যবধান অর্ধেক করে উদিনেস। ম্যাচের ৬০ মিনিটে রোনালদোকে মাঠে নামান কোচ অ্যালেগ্রি। ৮৩ মিনিটে লিওনেল মেসির সাবেক বার্সা সতীর্থ জেরার্ড ডেলেফাউয়ুর গোলে সমতা ফেরায় উদিনেস। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই উড়ন্ত বাজপাখির মতো স্বভাবচিত ভঙ্গিমায় হেডে গোল করে উৎসবে মাতেন রোনালদো। জার্সি খুলে গোল সেলিব্রেট করায় হলুদ কার্ড তো দেখেনই, উপরন্তু দীর্ঘক্ষণ ভিএআর দেখে পর্তুগিজ তারকার গোলও বাতিল করে দেন রেফারি। রোনালদো মাত্র কয়েক চুল এগিয়ে থাকায় অফসাইড হন, বাতিল হয় গোল। নাটকীয়ভাবে বেশ অনেকটা ইনজুরি টাইমের পর ড্রয়েই শেষ হয় ম্যাচ। জুভেন্টাসের পরের প্রতিপক্ষ এম্পোলি। উদিনেস খেলবে সদ্য প্রমোট হওয়া ভেনেজিয়ার বিরুদ্ধে।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা