দ. আফ্রিকা-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলার সুযোগ টাইগারদের

দ. আফ্রিকা-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলার সুযোগ টাইগারদের

স্পোর্টস ডেস্ক : এ মাসের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টাইগারদের পরবর্তী মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আগামী মাসের শুরুতে ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজ ৫-০ ব্যবধানে জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দেবে বাংলাদেশ। উঠে আসবে পাঁচে। সে ক্ষেত্রে টাইগারদের পেছনে পড়ে যাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশ।

২৩৪ রেটিং নিয়ে বর্তমানে দশমস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের মতো যদি কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ, তাহলেও র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হবে। সে ক্ষেত্রে ২৪৪ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান হবে ষষ্ঠ।

যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে, তাহলে ২৪১ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। সিরিজটি ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮।

বাংলাদেশের বিপক্ষে খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। সিরিজের পরের চারটি ম্যাচ হবে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলাগুলো শুরু হবে বিকেল ৪টায়।

More News...

রিশাদের ঝড়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ টাইগারদের

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ