করোনায় আরও ১৪৫ মৃত্যু, শনাক্ত ৫৯৯৩

করোনায় আরও ১৪৫ মৃত্যু, শনাক্ত ৫৯৯৩

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৪৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ২৩ জন।

একই সময়ে করোনা আক্রান্ত পাঁচ হাজার ৯৯৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে ৭৭ জন পুরুষ ও ৬৮ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম চার জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে পাঁচ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে সাত জন করে মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭২ শতাংশ।

More News...

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল