ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৩০৬, মৃত্যু ৪

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৩০৬, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ৩০ জন মারা গেছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০৬ জনের মধ্যে ৩৩ জন ঢাকার বাইরে এবং বাকি ২৭৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৯৫৬ জনে। তাদের মধ্যে ৩৮৬ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২৯৮ জনে। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১০ জন এবং ঢাকার বাইরে ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

More News...

৮২ বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আড়াই কোটি টাকা অনুদান

সাংবাদিক শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ