কাবুল ঘেরাও, নগরীর প্রবেশদ্বারে তালেবানরা

কাবুল ঘেরাও, নগরীর প্রবেশদ্বারে তালেবানরা

জার্নাল ডেস্ক : আফগানিস্তানের প্রায় সবকটি বড় শহর দখলের পর রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান যোদ্ধারা। কার্যত শহরটি ঘেরাও করে ফেলেছে তারা। রাজধানীর মাত্র ১১ কিলোমিটার দূরে নগরীর প্রবেশদ্বারে পৌছে গেছে তালেবানরা।আফগান সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শেষ রক্ষার লড়াইয়ে নেমেছে।

আফগানিস্তানের এক আইনপ্রণেতা বার্তা সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তালেবানদের কাবুলে প্রবেশ যেকোনো ভাবেই প্রতিহত করতে আফগান বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছে গেছে তালেবান। এরইমধ্য দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টিই দখল করে নিয়েছে এ সশস্ত্রগোষ্ঠী।

এর আগে, ১৯৯৬ সালে সর্বশেষ কাবুল দখল করেছিল তালেবানরা। চার বছর দেশটিতে যুদ্ধ চলার পর বিজয়ী হয়েছিল তারা। ক্ষমতায় বসার পর তারা নারীদের কোণঠাসা করে রাখে, বন্ধ করে দেওয়া হয় তাদের স্কুলে যাওয়া, পর্দা করতে বাধ্য করা হয়, নিষিদ্ধ ছিল খেলাধুলাও। কেউ শরিয়া আইন ভঙ্গ করলে প্রকাশ্যে শাস্তিও দেয়া হতো।

 

More News...

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ

ইরানের ঘোষণা ‘লড়াই আপাতত শেষ, ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও বড় আক্রমণ’