শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরিতে বাস-ট্রাক পরিবহণ বন্ধ

শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরিতে বাস-ট্রাক পরিবহণ বন্ধ

নিজস্ব প্রতিবেদন : পদ্মা নদীতে স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরিতে যাত্রীবাহী বাস-মালবাহী ট্রাক পরিবহণ বন্ধ থাকবে। তবে ফেরিতে হালকা যানবাহন চলবে।

মঙ্গলবার নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী জানান, কাল থেকে আগের ভাড়ায় লঞ্চ চলবে।

সোমবার সন্ধ্যায় বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটিতে আঘাত করে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কায় ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেলে দুজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

পরে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরির মাস্টার মো. দেলোয়ারুল ইসলাম ও সুকানি মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের।

More News...

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়

দ্বীপ উন্নয়ন-কৃষি জমি সুরক্ষা আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ