কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান

কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান

অনলাইন ডেস্ক : আফগান সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তরাঞ্চলীয় দুটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। এ নিয়ে চারটি প্রাদেশিক শহর নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

প্রথমে তারা উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর নিয়ন্ত্রণে নেয়। এরপর সার-ই-পুল প্রদেশের রাজধানীও তালেবান যোদ্ধারা দখলে যায়।

এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘মুজাহিদীনরা সার-ই-পুল শহর এবং সেখানকার সরকারি ভবন ও স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে।’

নারী অধিকার কর্মী পারভিনা আজিমি টেলিফোনে এএফপিকে জানান, সরকারি কর্মকর্তারা ও বাহিনীর বাকি অংশ পিছু হটে শহর থেকে তিন কিলোমিটার দূরের একটি সেনা ব্যারাকে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ‘একটি বিমান এসেছিল… কিন্তু সেটি অবতরণ করতে পারেনি।’

এর কয়েক ঘণ্টা আগে কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর দখলে নেয় তালেবান যোদ্ধারা। দখলে নেওয়া চারটি প্রাদেশিক শহরের মধ্যে এটাকে তালেবানের ‘বড় অর্জন’ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নেয় তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার জাওঝান প্রদেশের শেবেরগান শহরটির নিয়ন্ত্রণ নেয় তারা।

আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ