কাঁচা কলার চিপস বানানোর সহজ রেসিপি

কাঁচা কলার চিপস বানানোর সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : কাঁচা কলার চিপস অত্যন্ত সুস্বাদু একটি খাবার। খুব সহজেই বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন কাঁচা কলার চিপস। ভালো করে ভাজি করে প্যাকেটে রেখে দিলে বেশ কয়েক দিন পর্যন্ত খাওয়া যায় এই চিপস।

আসুন দেখে নেয়া যাক কাঁচা কলার চিপস বানানোর সহজ রেসিপি।

উপকরণঃ

৩/৪ টা বড় আকারের কাঁচা কলা

১/৪ চা চামচ হলুদ গুড়া

গোল মরিচের গুড়া (স্বাদ অনুযায়ী)

পরিমাণ মত লবণ

তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালী:

কলার খোসা ছাড়িয়ে নিন। একটা বাটিতে পরিমাণ মতো পানি নিন। পানিতে কিছুটা লবণ গুলিয়ে নিন। এবার কাঁচা কলাগুলোকে ধারালো ছুরি দিয়ে পাতলা করে কেটে সরাসরি পানিতে ফেলুন। এভাবে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তাহলে কলার কষ ছেড়ে যাবে। কলাগুলোকে পানি থেকে তুলে কিচেন টিস্যুতে রেখে শুকিয়ে নিন। এবার কলার সাথে হলুদ মাখিয়ে নিন। চুলায় কড়াইয়ে তেল দিয়ে মাঝারী আঁচে গরম করে নিন। তেল গরম হলে কলার টুকরাগুলোকে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলে কলা দেয়ার সাথে সাথে নেড়ে দিন। নাহলে একটা কলার টুকরার সাথে অন্যটা লেগে যাবে। কলার টুকরাগুলো অল্প তাপে মচমচে করে ভেজে নিতে হবে। বাদামী রঙ হলে নামিয়ে ফেলুন। কিচেন টিস্যুতে রেখে অতিরিক্ত তেল শুষিয়ে ফেলুন। চিপসের উপর গোল মরিচের গুড়া ও লবণ ছিটিয়ে পরিবেশন করুন।

More News...

Hair Fall : চুল পড়া বন্ধ করতে যে ৭ খাবার এড়িয়ে চলবেন

ডায়াবেটিসের বিপজ্জনক যত লক্ষণ