আইফোনের গুগল ম্যাপে ডার্ক মোড

আইফোনের গুগল ম্যাপে ডার্ক মোড

অনলাইন ডেস্ক : আইফোন ব্যবহারকারীরা আগস্ট থেকে যেকোনো সময় (দিনে-রাতে) গুগল ম্যাপের ডার্ক মোড ব্যবহার করতে পারবেন।

আইফোনে ডার্কে এখন পর্যন্ত ড্রাইভিং, ওয়াকিং অথবা বাইকিং ডিরেকশন টার্ন দেখা যায়।

দ্য ভার্জ জানিয়েছে, অ্যান্ড্রয়েডের মতো আইওএস ব্যবহারকারীরাও সব সময় ডার্ক মোডে যেতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপের সেটিংস অপশনে ফিচারটি যুক্ত হবে।

নতুন আপডেটে আরেকটি ফিচার যুক্ত হবে। মেসেজের মাধ্যমে রিয়েল টাইমে লোকেশন শেয়ার করা যাবে। এই ফিচারও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আগে থেকে পাচ্ছেন।

গুগল এর আগে তাদের ম্যাপে ‘স্পিড লিমিট ইন্ডিকেটরস’ যোগ করে। তারপর নিয়ে আসে ‘স্পিড অ্যালার্ট ক্যামেরা’। এই ফিচার দুটি যাতায়াতের পথে গতিনিয়ন্ত্রণে রাখতে এবং ওই রুটে সাম্প্রতিক দুর্ঘটনা সম্পর্কে সাবধান করতে সাহায্য করে।

শুধু তাই নয়; ‘প্রিভিউ’ নামক আরেকটি ফিচার এনেছে তারা। এটি থাকায় যাত্রা শুরুর আগেই ব্যবহারকারীদের যাত্রাপথের একটি মানচিত্র দেখা যায়, যা চালকদের ট্রাফিকের আপডেট দেখতে ও সেই অনুযায়ী গতিপথ বেছে নিতে সাহায্য করে।

নতুন ফিচারের কারণে আপনি পথ খোঁজার জন্য অ্যাপে তাকালেই গতি বুঝতে পারবেন।

More News...

সাইবার নিরাপত্তা বিল পাস, থাকছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান

বাংলাদেশে সুবিধার চেয়ে ঝুঁকি বেশি