কোভিড রোগীদের জন্য হোটেল খুঁজছে সরকার : জায়গা নেই হাসপাতালে

কোভিড রোগীদের জন্য হোটেল খুঁজছে সরকার : জায়গা নেই হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্তদের শারীরিক অবস্থা বিবেচনায় সবার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়ে না। হাসপাতালগুলোতেও এখন জায়গা নেই। তাই হাসপাতালে নেওয়ার মতো গুরুতর নয় এমন রোগীদের জন্য হোটেল ভাড়া করে সেখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

সচিবালয়ে আজ মঙ্গলবার এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবার হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। সেসব রোগীর জন্য আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি। সেখানে ওষুধপত্র, ডাক্তার–নার্স থাকবে, কিছু অক্সিজেনের ব্যবস্থা রাখব। কারণ হাসপাতালে আর জায়গা নেই। হাসপাতাল খালিও নেই। তাই হোটেল খুঁজছি।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালগুলোর ৯০ শতাংশ শয্যায় এখন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। ৯৫ শতাংশ আইসিইউয়ে রোগী আছে।

জাহিদ মালেক বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হচ্ছে, কাজ চলছে। প্রথম দিকে সেখানে ৫০০–৬০০ শয্যা দিতে পারব। পর্যায়ক্রমে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে।

More News...

ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস-হৃদয় দুর্বল : রিজভী

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়