বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড

বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আগামী সেপ্টেম্বর–অক্টোবরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সফরের এক মাস আগে ইংল্যান্ডের সাদা বলের এই সফর স্থগিত করা হয়েছে।

ক্রিকইনফো জানিয়েছে, এই সময়ে ইংল্যান্ডের নিয়মিত দলের কিছু ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের বাকি অংশ। এই বছরের শুরুর দিকে ভারতে করোনা ভয়াবহ রূপ নেওয়ায় ২৯টি ম্যাচ মাঠে গড়ানোর পর স্থগিত করা হয়েছিল আইপিএল। এদিকে আইপিএলে না থাকা ইংলিশ খেলোয়াড়েরা অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সময়টায় বিশ্রামের সুযোগ পাবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৪ ও ১৫ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে ইংল্যান্ডের। যদিও সেই সিরিজ হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

More News...

ব্যাট কিনতে দুধ ডেলিভারির কাজ করতেন রোহিত!

রেকর্ড গড়ে ফিরলেন লিটন