উইন্ডোজ ১১-এর বেটা উন্মুক্ত

উইন্ডোজ ১১-এর বেটা উন্মুক্ত

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের ‘উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম’-এ অংশগ্রহণকারীদের জন্য উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণ উন্মুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে উইন্ডোজ ১১ পরীক্ষামূলক সংস্করণ পরখ করে দেখতে চাইলে ‘ডেভেলপার প্রিভিউ’ ইনস্টল করতে হতো ব্যবহারকারীদের। তবে ওই সংস্করণটি ক্ষেত্রবিশেষে অস্থিতিশীল এবং ‘পারদর্শী ডেভেলপারদের জন্য’ বলে জানিয়েছিল মাইক্রোসফট। তবে বেটা সংস্করণ ‘ডেভেলপার প্রিভিউ’-এর তুলনায় অনেক স্থিতিশীল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বেটা সংস্করণ চালাতে হলে এর জন্য উপযোগী কম্পিউটার প্রয়োজন হবে। এ প্রসঙ্গে প্রয়োজনীয় তথ্য ‘ইনসাইডার প্রোগ্রাম’-এর সিস্টেম রিকোয়্যারমেন্ট পেজ-এ পাওয়া যাবে। ‘ডেভেলপার প্রিভিউ’-এর তুলনায় বেটা সংস্করণে বাগ-এর সংখ্যা কম বলে জানিয়েছে সাইটটি। উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মধ্যে কেউ উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণ পরখ করে দেখতে চাইলে প্রতিষ্ঠানটির বেটা প্রকল্পে নাম তালিকাভুক্ত করতে হবে।

More News...

কল ধরলেই তথ্য হ্যাক, বিষয়টি সঠিক নয়

ঘোষণায় সীমাবদ্ধ অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের ‘তোড়জোড়’