নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের চাপ থাকায় সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে বলে রবিবার দুপুরে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
এর আগে শনিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল করবে।
এদিকে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত সারা দেশ থেকে শ্রমিকদের ঢাকা নিয়ে আসার জন্য বাস চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।
রবিবার থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের ঢাকায় ফেরার দুর্ভোগের খবরের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে গত ২৩ জুলাই থেকে দেশের সব নৌরুটে নৌযান চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল সব ধরনের গণপরিবহন চলাচল।