টোকিও অলিম্পিক: সাঁতারে ড্রেসেলের জয়জয়কার

টোকিও অলিম্পিক: সাঁতারে ড্রেসেলের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক : বিশ্ব রেকর্ড গড়ে সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন আমেরিকার সেলেব ড্রেসেল। টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত এটি তার তৃতীয় সোনা জয়।

পুরুষদের সাঁতারের এই ইভেন্টে ২৪ বছর বয়সী সীমানারেখা ছুঁয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে। তার চেয়ে .২৯ সেকেন্ড পেছনে থেকে রোপা জিতেছেন হাঙ্গেরির ক্রিস্টফ মিলাক। ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নো পন্টি।

ব্যক্তিগত ইভেন্টে ড্রেসেলের এটি দ্বিতীয় সোনা। এর আগে ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেন তিনি। ৪×১০০ ফ্রি-স্টাইল রিলেতেও সোনা জিতেছেন ড্রেসেল।

 

More News...

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের

নেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে ৫ নতুন মুখ