আফগানিস্তানে বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু, নিখোঁজ বহু

আফগানিস্তানে বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু, নিখোঁজ বহু
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ডেকে আনা আকস্মিক বন্যায় বহু লোক প্রাণ হারিয়েছেন। সরকারি হিসাবে বলা হচ্ছে, এই সংখ্যা ৬০ জন। এলাকার নিয়ন্ত্রণ দখল করা তালেবানের দাবি, বন্যায় অন্তত দেড়শ’ জনের মৃত্যু হয়েছে। আর স্থানীয় এক প্রকৌশলী সাংবাদিকদের বলেছেন, মৃতের সংখ্যা দুইশ’ পার হয়ে যেতে পারে।

বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের কামদেশ এলাকায় প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

স্বাভাবিক সময়েই এলাকাটিতে প্রবেশ বেশ দুরূহ। এখন সংঘর্ষ ও বন্যার কারণে সেখানে পৌঁছানো আরও কঠিন হয়ে গেছে।

তালেবান জানিয়েছে, তারা ঘটনাস্থলে নিজস্ব উদ্ধারকর্মীদের পাঠিয়েছে। ৬২ হাজার ডলার সমমূল্যের ত্রাণ সহায়তারও আশ্বাস দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

তবে তালেবানের কর্মীরা এত বড় বিপর্যয় মোকাবিলায় কতটা দক্ষ এবং তাদের কী পরিমাণ উদ্ধার সরঞ্জাম রয়েছে তা পরিষ্কার নয়।

আফগানিস্তানে বন্যায় প্রাণহানি নতুন কিছু নয়। সেখানে প্রায় প্রতিবছরই বন্যায় বহু মানুষ মারা যায়। সাধারণত নিষ্কাশনব্যবস্থা উন্নত না হওয়ায় এমন বন্যা হয়ে থাকে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের বাড়িগুলো সুনির্মিত না হওয়ায় ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি থাকে।

More News...

গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের হামলায় নিহত ১৪০

পাকিস্তানে শাহবাজের সরকারের মেয়াদ ৪ থেকে ৫ মাস: ইমরান খান।