দীপ্ত টিভির ইউটিউবে তারকাবহুল সিনেমা ‘সাহসিকা’

দীপ্ত টিভির ইউটিউবে তারকাবহুল সিনেমা ‘সাহসিকা’
বিনোদন প্রতিবেদক : দীপ্ত টিভির জন্য নির্মিত হয়েছে ফিচার ফিল্ম ‘‌সাহসিকা‘‌। দীপ্ত টিভিতে এটি প্রচার হয় ঈদের তৃতীয় দিন। আবারও এটি দেখা যাবে আজ ২৮ জুলাই দুপুর ২টায়।

আর দর্শক সিনেমাটি দেখতে পাবেন দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে ২৮ জুলাই রাত ৯টার পর থেকে।

কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় ‘সাহসিকা’ সিনেমার চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।

এর গল্পে দেখা যাবে, কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ এই প্রেমে আঘাত লাগল তখনই যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেল… থেকে গেল গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইলো আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসলো হুমকি।

আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এল সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত!

More News...

পদ্মকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমনির

জায়েদের সঙ্গে হোটেলে থাকা নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা