সালমান খান নয়, ‘বিগ বস ওটিটি’র সঞ্চালক করণ!

সালমান খান নয়, ‘বিগ বস ওটিটি’র সঞ্চালক করণ!
বিনোদন প্রতিবেদক : বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এই শো-তে সালমান খানকে দেখেই অভ্যস্ত অনুরাগীরা। কিন্তু ওয়েবে সেই অভ্যাস বদলাতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস’ শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে করণ জোহরকে।
ভুট প্ল্যাটফর্মের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে এই কথা। তারপরই প্রশ্ন উঠেছে, সালমান খানকে কি আর জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে না?

এদিকে, করণ জোহরকে ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের সঞ্চালক করায় বেশ অসন্তুষ্ট অনেকে। শোয়ের নতুন মৌসুমকে বয়কটের হুমকিও দেওয়া হয়েছে।

সম্প্রতি ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছিল সালমান খানকেই। সেখানে জানানো হয়েছিল যে, ৮ আগস্ট থেকে ভুট প্ল্যাটফর্মে দেখা যাবে ‘বিগ বস ওটিটি’।ধারণা করা হচ্ছে, শুধুমাত্র ওয়েব দুনিয়ার জন্যই করণকে সঞ্চালক হিসেবে বাছা হয়েছে। কিন্তু টেলিভিশনে ‘বিগ বস’ এর সঞ্চালনা করবেন সালমান খানই!

More News...

১৩ বছর পর আবারও ছোট পর্দায় শ্রাবন্তী

শাকিব খানকে বিচারক বললেন, ‘সময় মতো আদালতে আসতে হবে’