শেষ ম্যাচে ভারতকে ‘দ্বিতীয় সারি’র দলই বানাল শ্রীলঙ্কা

শেষ ম্যাচে ভারতকে ‘দ্বিতীয় সারি’র দলই বানাল শ্রীলঙ্কা

অবশেষে সিরিজের শেষ ম্যাচে গিয়ে যেন ভারতকে সত্যিই দ্বিতীয় সারির দল বানাতে পারল শ্রীলঙ্কা। ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য বিস্তার করেই জিতে নিয়েছে ম্যাচ। বিশ্বকাপ সুপার লিগে ১২তম ম্যাচে গিয়ে পেয়েছে দ্বিতীয় জয়। তাদের পয়েন্ট এখন ২২।

শ্রীলঙ্কার এ জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার আভিশকা ফার্নান্দো ও তিন নম্বরে নামা ভানুকা রাজাপাকশে। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০৯ রান, তাও মাত্র ৯৯ বলে। আভিশকা খেলেন ৯৮ বলে ৭৬ রানের ইনিংস। ভানুকা করেন ৫৬ বলে ৬৫ রান।

এরপর দ্রুত কিছু উইকেট হারালেও চারিথ আসালাঙ্কা ২৪ ও রমেশ মেন্ডিস ১৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অভিষিক্ত রাহুল চাহার।

এর আগে ভারতের সংগ্রহ বড় না হওয়ার কারণ তাদের ব্যাটসম্যানদের কেউই ফিফটি করতে না পারা। পৃথ্বি শ ৪৯, সানজু স্যামসন ৪৬ ও সূর্যকুমার যাদব করেছেন ৪০ রান। শেষদিকে ৩৭ বল খেলে ১৫ রান করেন পেস বোলার নবদ্বীপ সাইনি।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর