বাংলাদেশের বড় জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বড় জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ম্যাচে বিশাল ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার হারারেতে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিংয়ে লিটনের সেঞ্চুরিতে আর বোলিংয়ে সাকিবের পাঁচ উইকেটে বড় জয় পায় টাইগাররা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করে বাংলাদেশ। এর মধ্যে লিটন দাস করেন ১০২ রান। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় সাকিবের ঘূর্ণিতে ২৮.৫ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকা করে বিশাল জয়ে বিশেষ ভূমিকা রাখেন।

টেস্ট ম্যাচের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।

 

More News...

মার্কিন ভিসা নীতিতে আ. লীগের মাথা খারাপ হয়ে গেছে: মির্জা ফখরুল

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ