কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণ: নিহত বেড়ে ৩

কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণ: নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর মেয়ে আয়েশাও (৫) মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে আয়েশার মা-বাবাও মারা যান। মাইশা নামে আরও এক শিশু চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। মাইশার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

More News...

জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ