যুক্তরাষ্ট্রের ৪০০ স্থানে গোলাগুলি, নিহত ১৫০

যুক্তরাষ্ট্রের ৪০০ স্থানে গোলাগুলি, নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে চার শতাধিক স্থানে গোলাগুলির ঘটনায় ১৫০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সাপ্তাহিক ছুটির দিনে আঁতকে ওঠার মতো ঘটনাগুলো ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির অস্ত্রবিষয়ক সহিংসতা আর্কাইভের সংগ্রহ করা তথ্য অনুযায়ী শুক্রবার থেকে শুরু হওয়া এসব ঘটনা এখনো অব্যাহত আছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
সিএনএন ওই প্রতিবেদনে আরো জানিয়েছে, শুধু নিউ ইয়র্কে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। ২০২০ সালে একই সময়ে নিউ ইয়র্কে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল। এক বছর পর এসে নিউ ইয়র্কে গোলাগুলির ঘটনা অন্তত ৪০ শতাংশ বেড়েছে। শিকাগোতে শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরো বেশ কয়েকজন গুরুতর অবস্থায় আছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

More News...

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল