বিপ্লব সাহার অতিথি হয়ে গান শোনাবেন সালমা

বিপ্লব সাহার অতিথি হয়ে গান শোনাবেন সালমা
বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। তিনি আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনারও। গানেও তার গলা চলে সমানতালে। এরইমধ্যে গায়ক হিসেবে হাজির হয়েছেন তিনি, একক ও দ্বৈত গান নিয়ে।

উপস্থাপক হিসেবেও বহুবার দেখা মিলেছে বিপ্লব সাহার। আবারও সঞ্চালক হিসেবে আসতে চলেছেন তিনি।

আজ ৫ জুলাই রাত ৯ টায় এখানে বিপ্লবের অতিথি হয়ে আসছেন ক্লোজআপ ওয়ান খ‍্যাত তারকা জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা আক্তার।

সঞ্চালনার পাশাপাশি অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনাতেও আছেন বিপ্লব সাহা। তিনি বলেন, ‘করোনার মহামারীর এই সময়টাতে আমাদের সবারই সময় কাটছে ঘরে বসে৷ একই রুটিন আর একঘেয়েমিতে বন্দী হয়ে আছে জীবন। সেখানে এক পশলা বিনোদনের ব্যবস্থা করতেই এই আয়োজনের ভাবনা আমার৷

আশা করি সবার কাছে উপভোগ্য হবে ‘বিশ্ব ভরা গান’।’ বিপ্লব সাহা অনুষ্ঠানটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘চোখ রাখুন বিশ্বরঙ ফ‍্যান পেজে।’

More News...

হিরো আলমের প্রশংসায় ‘টোকাই’র নায়িকা

গান-কবিতায় নজরুল স্মরণ