রোমাঞ্চকর লড়াইয়ে প্যারাগুয়েকে হারিয়ে সেমিতে পেরু

রোমাঞ্চকর লড়াইয়ে প্যারাগুয়েকে হারিয়ে সেমিতে পেরু

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল পেরু। আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে সাডেন ডেথে হারাল দলটি।

বাংলাদেশ সময় শনিবার ভোরে গোইয়ানিয়ার অলিম্পিকোয় অনুষ্ঠিত ম্যাচটির নির্ধারিত সময় ৩-৩ সমতায় শেষ হয়। দুইবার পিছিয়ে পড়েও যেখানে ঘুরে দাঁড়ায় প্যারাগুয়ে। যদিও দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তারা খেলেছে ১০ জন নিয়ে। পরে ১০ জনের দলে পরিণত হয় পেরুও।

শুরুতে এগিয়ে গেলেও এক পর্যায়ে ৩-২ এ পিছিয়ে পড়া প্যারাগুয়ে শেষ মিনিটে ম্যাচে সমতা ফেরায়। পরে কোপার নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানেও রোমাঞ্চ।

শেষ পর্যন্ত সাডেন ডেথে নিষ্পত্তি হয় খেলার। ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় নেয় পেরু।

এদিন ম্যাচের ১০ম মিনিটে গুস্তাভো গোমেসের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে জানলুকা লাপাদুলার জোড়া গোলে প্রথমার্ধেই ২-১ এ লিড নেয় পেরু।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে প্যারাগুয়ে। ৫৪ মিনিটে জুনিয়র আলোনসো গোল করেন।

তবে ৮০ মিনিটে ইয়োশিমার ইয়োতুন পেরুকে ফের এগিয়ে দেন, ৩-২। ৯০তম মিনিটে প্যারাগুয়ের পক্ষে ৩-৩ করেন গাব্রিয়েল আভালোস।

টাইব্রেকারে নিজেদের প্রথম পাঁচ শটের যে দুটি মিস করে প্যারাগুয়ে, দুটিই তারা উড়িয়ে মেরেছে। বিপরীতে দলটির গোলরক্ষক আন্তোনি সিলভা পেরুর দু-দুটি শট রুখে দেন। সুবাদে খেলা গড়ায় সাডেন ডেথে।

কিন্তু সেখানে গোল করতে ব্যর্থ প্যারাগুয়ে। আলবের্তো এসপিনোলা নেওয়া শট রুখে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়েসে। এরপর পেরুর মিগুয়েল ত্রাওকো জালে বল পাঠালে শেষ চারের টিকেট পায় দলটি।

পেরু সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ব্রাজিল ও চিলির মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী দলকে।

More News...

রিশাদের ঝড়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ টাইগারদের

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ