আসন্ন এ ক্রিকেট মৌসুমে এক বছরের মধ্যে ২১২৭টি ম্যাচ আয়োজন করবে বিসিসিআই। আগামী ২১ সেপ্টেম্বর সিনিয়র পর্যায়ের নারী ওয়ানডে লিগ দিয়ে শুরু হবে ভারতের ঘরোয়া মৌসুম।
বিশ্বব্যাপী মহামারির কারণে গত মৌসুমের রঞ্জি ট্রফি বাতিল করা হলেও, এবার তিন মাসের সূচি রাখা হয়েছে এ ঐতিহ্যবাহী টুর্নামেন্টের জন্য। আগামী ১৬ নভেম্বর থেকে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত হবে রঞ্জি ট্রফির খেলা।
রঞ্জি ট্রফির শেষ হওয়ার পর মাঠে গড়াবে বিজয় হাজারে ট্রফি। যা শুরু হবে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি এবং চলবে ২৬ মার্চ পর্যন্ত। সবমিলিয়ে এবারের মৌসুমে মাঠে গড়াবে ২১২৭টি ম্যাচ।
বিসিসিআই আশা করছে, সবধরনের ঘরোয়া ক্রিকেটে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। যাতে করে কোনোপ্রকার বাধাবিপত্তি ছাড়াই শেষ করা যায় এ মৌসুমের সকল খেলা।