পীরগঞ্জে আম বাগান সমিতির মানববন্ধন

পীরগঞ্জে আম বাগান সমিতির মানববন্ধন

পীরগঞ্জ  ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউনে ক্ষতিগ্রস্ত আম চাষীদের সরকারি সুযোগ ও সহযোগিতার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে পীরগঞ্জ আমবাগান সমিতি নামের একটি সংগঠন। গতকাল বুধবার (৩০ জুন) দুপুর ১২ ঘটিকায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পীরগঞ্জ আম বাগান সমিতির আয়োজনে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে আমবাগান সমিতির সভাপতি আবু জাহেদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌর সভার মেয়র একরামুক হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। মানববন্ধনে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত আম বাগান মালিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে আম বাগান সমিতির নেতারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করেন ।

More News...

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌনে ৮ কোটি টাকা