লাহোরে বিস্ফোরণে নিহত ২, আহত ১৭

লাহোরে বিস্ফোরণে নিহত ২, আহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। বুধবার লাহোরের একটি আবাসিক এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শহরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লাহোরের জোহর টাউনের কাছাকাছি একটি হাসপাতালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি হতাহতের খবর নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের শব্দ এতো তীব্র ছিল যে অনেক দূর থেকেও তা শোনা গেছে। এই ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বাজদার।

এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ দেন তিনি।

জরুরি উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, বিস্ফোরণের পরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, গ্যাস পাইপলাইন থেকে নাকি সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

More News...

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ

ইরানের ঘোষণা ‘লড়াই আপাতত শেষ, ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও বড় আক্রমণ’