পরিসংখ্যান যা বলছে, তাতে আর্জেন্টাইন সমর্থকরা আগেভাগেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। এই প্যারাগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় ২২টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, একটি ম্যাচও হারেনি।
তবে অন্য একটি পরিসংখ্যান আশা জাগাতে পারে প্যারাগুয়ের সমর্থকদেরও। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চার ম্যাচে আর্জেন্টিনার কাছে হারেনি দলটি। তিনটি ম্যাচ ড্র হয়েছে, বাকি একটি জিতেছে প্যারাগুয়েই।
অতীত পরিসংখ্যান যাই বলুক, আর্জেন্টিনার বর্তমান দলটির সঙ্গে তাই হাড্ডাহাড্ডি টক্কর দেয়ার ক্ষমতা আছে প্যারাগুয়ের। সেক্ষেত্রে মেসিদের কঠিন পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে।
এবারের আসরে প্রতি গ্রুপ থেকে পাঁচ দলের মধ্যে চারটিই নকআউটে নাম লেখাবে। এই লড়াইয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরেই আছে আর্জেন্টিনা। দুই ম্যাচে এক জয় আর এক ড্রতে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও সমীকরণে পিছিয়ে থাকায় দুই নম্বরে চিলি।