পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার দূরে তিয়ানহে মডিউলে ৩ মাস কাটাবেন ওই ৩ নভোচারী। বৃহস্পতিবার লঙ মার্চ ২এফ রকেটের শেনঝাউ-১২ ক্যাপসুলে করে তারা রওনা হয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। বিবিসি মন্তব্য করেছে, চীনের যে মহাকাশ বিষয়ে আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়ছে সেটিরই আরেকটি বহিঃপ্রকাশ এই উৎক্ষেপণ ও মিশন।

গত ছয় মাসে চন্দ্রপৃষ্ঠ থেকে পাথর এবং মাটির নমুনা পৃথিবীর বুকে নিয়ে এসেছে চীন।  এ ছাড়াও সম্প্রতি ৬ চাকার রোবট নামিয়েছে মঙ্গলের মাটিতে। দুটো উদ্যোগই অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং ছিল।

মহাকাশে নভোচারীরিা কী করবেন?

‘আমাদের মহাকাশে বাসা বাঁধতে হবে এবং ধারাবাহিকভাবে কিছু নতুন প্রযুক্তি পরীক্ষা করতে হবে। ফলে মিশন কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। আমারা বিশ্বাস, আমরা ৩ জন নিবিড়ভাবে কাজ করলে, পুঙ্খানুপুঙ্খভাবে এবং যথাযথভাবে কর্মকাণ্ড পরিচালনা করলে, আমারা চ্যালেঞ্জ অতিক্রম করতে পারব। মিশন সম্পন্ন করার আত্মবিশ্বাস রয়েছে আমাদের।’ – বলেছেন হাইশেন।

১৬.৬ মিটার দৈর্ঘ্য এবং ৪.২ মিটার প্রস্থের তিয়ানহে সিলিন্ডারটি এপ্রিলে উৎক্ষেপণ করা হয়েছে।