ঢাকায় ৬৮% করোনা রোগী ভারতীয় ধরনে আক্রান্ত: আইসিডিডিআর,বি

ঢাকায় ৬৮% করোনা রোগী ভারতীয় ধরনে আক্রান্ত: আইসিডিডিআর,বি

অনলাইন ডেস্ক : ঢাকায় করোনা রোগীদের দুই-তৃতীয়াংশই ভারতীয় ধরনের সংক্রমণের শিকার বলে জানিয়েছেন সরকারি সংস্থা আইইডিসিআর,বির একদল গবেষক।

আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান বৃহস্পতিবার এ তথ্য জানান।

গত মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জেনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ৬৮ শতাংশের দেহে ডেল্টার সংক্রমণ পাওয়া যায়।

তিনি বলেন, আমাদের ল্যাবে এসব নমুনা পরীক্ষা করে ৬৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

করোনার ভারতীয় ধরনকে ডেল্টা বলা হয়। এই ধরন বা ভ্যারিয়েন্টটি (বি.১.৬১৭.২) অতি সংক্রামক হওয়ায় একে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

More News...

জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

কৃষকদের টাকা দিলে ফেরত দেয়, কোটিপতিরা দেয় না’