বিশ্বে করোনায় আরও ৯ হাজারের বেশি প্রাণহানি

বিশ্বে করোনায় আরও ৯ হাজারের বেশি প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৪৪১ জন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন।

সব মিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৮২৫ জনে। মোট শনাক্ত রোগী ১৭ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৯৬ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৯১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৪৯২ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫৪৪ জন।

তালিকায় চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন এক লাখ ১০ হাজার ৫৭৮ জন। শনাক্ত হয়েছেন ৫৭ লাখ ৪৭ হাজার ৬৪৭ জন।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৪৮ হাজার ২৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৯৫০ জন।

করোনা শনাক্ত ও মৃত্যুতে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং দশম স্থানে কলম্বিয়া।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ২৮২ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

More News...

বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি, কেজি সাড়ে ৩ লাখ টাকা

আমিরাতে একসঙ্গে দুই স্ত্রীকে নিতে পারবেন প্রবাসীরা