বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর করোনা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম অব্যাহত রয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর করোনা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম অব্যাহত রয়েছে

মোঃ আবুল কালাম, দিনাজপুর প্রতিনিধি : বৈশিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকার বিভিন্ন দিক নির্দেশনা পরিচালিত করছেন। সরকারের দেওয়া নির্দেশনা সফল করার জন্য সরকারি সকল দপ্তর ও বিভাগ কঠোর পরিশ্রম করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলা শাখা করোনা অদ্যবধি নিরলস ভাবে ব্যাপক কার্যক্রম কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত করতে পুলিশ বিভাগের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে। দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক পিএএম-এর নেতৃত্বে ৭জন গেজেট কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর ৫০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য জেলার সদর উপজেলায় ৮টি প্রবেশ পথে চেকপোস্টের মাধ্যমে তারা দায়িত্ব পালন করছেন। দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনায় সকল কার্যক্রম পরিচালনা করতে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আবু সাঈদ, সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোছাঃ মর্জিনা বেগম, মোঃ পলাশ মিয়া ও অন্যান্য আনসার ভিডিপি’র কর্মকর্তাবৃন্দ।

More News...

রোববার থেকে চালের বস্তায় তথ্য দেওয়া বাধ্যতামূলক

বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না: কাদের