পুরুষ অভিভাবক ছাড়াই এবার হজের অনুমতি নারীদের

পুরুষ অভিভাবক ছাড়াই এবার হজের অনুমতি নারীদের

অনলাইন ডেস্ক : পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই এবার নারীদের হজের আবেদনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। তবে এ ধরনের অনুমতি পেতে চাইলে তাদের নারীসঙ্গী থাকতে হবে। সৌদি হজ মন্ত্রণালয়ের বরাতে সোমবার আরব নিউজ এ খবর দিয়েছে।

সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত প্রবাসীদের নিয়ে দ্বিতীয়বারের মতো এবারও সীমিতভাবে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাত্র ৬০ হাজার মুসলিম এবার হজ পালনের সুযোগ পাবেন। আগে যারা কখনও হজ পালন করেননি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এবারের সীমিত হজে অংশগ্রহণ করতে বিভিন্ন শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। এগুলো হলো- অংশগ্রহণকারীকে অবশ্যই ১৮ থেকে ৬৫ বছর বয়সী হতে হবে। করোনা টিকার অন্তত একটি ডোজ নির্ধারিত সময়ে গ্রহণ করতে হবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হতে হবে। সৌদিতে অবস্থানরতদের মধ্যে যারা গত পাঁচ বছর হজে অংশগ্রহণ করেনি শুধু তারাই এবার অংশ নিতে পারবেন।

এবারের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা দিয়েছে সৌদি সরকার। রোববার দুপুর থেকে অনলাইনে হজের প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ জুন রাত ১০টা পর্যন্ত আবেদন চলবে। আগামী ২৫ জুন থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাছাই পর্ব শুরু হবে। নির্বাচিত হওয়ার তিন ঘণ্টার মধ্যে হজের অনুমোদিত প্যাকেজের কোনো একটি নির্বাচন করতে হবে। তা না হলে নির্দিষ্ট সময়ের পর তাদের আবেদন বাতিল হয়ে যাবে।

More News...

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল