বাগেরহাটে শিক্ষকের মুক্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে শিক্ষকের মুক্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি: গভীর রাতে শিক্ষককে ধরে নিয়ে ষড়যন্ত্র মুলক মামলায় ফাঁসানো ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে বাগেরহাটের শরনখোলায়। উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা আ: কাদের হাওলাদারের ছেলে ও ৪৭ নং শরনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুলের ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের আয়োজনে উপজেলা সদরের রায়েন্দা বাজারের শহীদ মিনার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো: সুলতান আহম্মেদ, সহকারী শিক্ষক মাও. নুরুল-আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো: আলমগীর হোসেন, মো: জাকির হোসেন, মো: বেলায়েত হোসেন, (সাবেক) প্রধান শিক্ষক হারুন অর-রশিদ , সহকারী শিক্ষক মো: আমিনুল ইসলাম, মো: মিজানুর রহমান ও সমাজ সেবক মো: ওবায়দুল হক প্রমুখ।
মানববন্ধনে অনতিবিলম্বে শিক্ষক শহিদুলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার সহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। তারা আরও বলেন একটি চক্র তার কাছে স্কুল সংক্রান্ত বিষয়ে অনৈতিক সুবিধা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ন্যাক্কার জনক এমন মামলায় তাকে ফাঁসিয়ে দিয়েছেন।
মানববন্ধন চলাকালীন উক্ত স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং স্হানীয়রা এই মানববন্ধনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের নগদ সহায়তা প্রদান