মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টি

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এ কারণে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে।

শুক্রবার নেত্রকোনায় দেশের সর্বোচ্চ ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৪৮ মিলিমিটার। এ ছাড়া, দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণও অব্যাহত রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্ষা আসছে। এরই মধ্যে শুক্রবার পুরো দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) সেট হয়ে গেছে। এ জন্যে বর্ষণও রয়েছে সবখানে।

তিনি বলেন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।

তিনি জানান, দু-এক দিনের মধ্যে লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থলভাগে পৌঁছালে তা নিম্নচাপে রূপ নেবে। এ সময় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হবে অনেক এলাকায়। বৃষ্টি ঝরিয়ে তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

More News...

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল