ফের ব্যর্থ সাকিব, মোহামেডানের হ্যাটট্রিক হার

ফের ব্যর্থ সাকিব, মোহামেডানের হ্যাটট্রিক হার

স্পোর্টস ডেস্ক : আবারো ব্যর্থ সাকিব আল হাসান। ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার পর বল হাতেও উইকেটশূন্য থাকলেন। দলের সবচেয়ে সেরা তারকার বিবর্ণ দিনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি হ্যাটট্রিক হারের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল দলটি।

বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৯ উইকেটে হারে মোহামেডান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। রূপগঞ্জের বোলারদের তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি দলটি। টপ অর্ডারের সবাই ব্যর্থ হন। মাহমুদুল হাসান ০, পারভেজ হোসেন ইমন ১০, শামসুর রহমান ৫, সাকিব আল হাসান ০, নাদিফ চৌধুরী ০, ইরফান শুক্কুর ৯ রান করেন।

দলটির হয়ে একাই লড়াই করেছেন সাত নম্বরে নামা শুভাগত হোম। ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা ছিল।

রূপগঞ্জের সোহাগ গাজী, মোহাম্মদ শহিদ, নাইম ইসলাম ও কাজী অনিক ২টি করে উইকেট নেন।

১১৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। ওপেনার পিনাক ঘোষ অপরাজিত ৫১, মেহেদি মারুফ ৪১ ও সাব্বির রহমান অপরাজিত ১৪ রান করেন। ম্যাচ সেরা হন রূপগঞ্জের সোহাগ গাজী।

৬ খেলায় ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে মোহামেডান। সমান ম্যাচে ২ জয় ও ৩ হারে ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে রূপগঞ্জ।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর