ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল

ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল
স্বাধীনমত ‍ডেস্ক : করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারতের বেশ কিছু রাজ্য লকডাউন শিথিল করা হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েক জায়গায় লকডাউন শিথিলের কার্যক্রমও শুরু হয়ে গেছে। প্রায় দু’মাস আগে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই দেশটিতে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়।

তবে গত কয়েক সপ্তাহে কিছুটা স্বস্তি মিলেছে কারণ সংক্রমণ ও মৃত্যু সামান্য হলেও কমতে শুরু করেছে। সে কারণেই বিভিন্ন রাজ্যে লকডাউন ধীরে ধীরে তুলে নেয়ার পরিকল্পনা হয়েছে।

এদিকে, সংক্রমণের মাত্রা, হাসপাতালের অবস্থাসহ বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে মহারাষ্ট্রে পাঁচ দফায় লকডাউন শিথিল করা হবে। অপরদিকে রাজ্যের রাজধানী মুম্বাইয়ে রেস্টুরেন্ট, অনাবশ্যক জিনিসপত্র কেনাবেচার দোকান আজ থেকেই চালু হচ্ছে।

তবে শপিংমল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্স বন্ধই থাকছে। এগুলো তৃতীয় ধাপে চালু করা হবে। স্থানীয় ট্রেনগুলোতে করে শুধুমাত্র বিভিন্ন প্রয়োজনীয় কাজে নিয়োজিত শ্রমিকরা চলাফেরা করতে পারবেন। বাসে স্বাভাবিক সময়ের মতোই যাত্রী বহন করা যাবে তবে কেউ বাসে দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন না।

উত্তরপ্রদেশে সব দোকান-পাট এবং মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। বারানসি, মুজাফফরনগর, গৌতম বুদ্ধ নগর এবং গাজিয়াবাদে আজ থেকে সপ্তাহে পাঁচদিন দোকান-পাট খোলা রাখা যাবে। এসব জেলায় সংক্রমণ ৬শ’র নিচে নেমে আসায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, করোনায় বিপর্যস্ত ভারতে আক্রান্তের সংখ্যা যতটা কমেছে, মৃত্যু ততটা কমেনি। যদিও ২৩ এপ্রিলের পর সোমবারই প্রথমবারের মতো আড়াই হাজারের নিচে নেমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের।

এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে।

More News...

পার্লামেন্টে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলীয় আইনপ্রণেতা

ট্রুডো ও খালিস্তান: কানাডার উদার গণতন্ত্রের স্বরূপ