কোপা আমেরিকা খেলতে চায় না ব্রাজিলিয়ানরা

কোপা আমেরিকা খেলতে চায় না ব্রাজিলিয়ানরা

অনলাইন ডেস্ক : ব্রাজিলের কোচ তিতে জানিয়েছেন, তার স্কোয়াডের কয়েকজন সদস্য নিরাপত্তাজনিত ভয়ের কারণে আসন্ন কোপা আমেরিকা খেলতে চায় না।

আর্জেন্টিনা থেকে সরিয়ে কোপা আমেরিকা স্থানান্তরিত করা হয়েছে ব্রাজিলে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি ভালো নয় লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতেও। আর এই ভয়েই কোপায় খেলতে চান না অনেক ব্রাজিলিয়ান।

কোপা ব্রাজিলে আয়োজন করার সিদ্ধান্তে অনেকে নাখোশ। ব্রাজিল অধিনায়ক কাসেমিরো ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও আসেননি। অধিনায়কের না আসার কারণ সম্পর্কে কোচ তিতে বলেন, ‘এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে প্রেসিডেন্টের বিপক্ষে খেলোয়াড়দের খুবই পরিষ্কার মন্তব্য রয়েছে। যার কারণে আজ কাসেমিরো সংবাদ সম্মেলনে অনুপস্থিত।’

করোনার বিরূপ আবহের মধ্যে ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজিত হবে কিনা তা এখনো শঙ্কায়। যদি হয়ও, তবে কাসেমিরোর মতো তারকা খেলোয়াড়রা থাকবে তো?

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর