জিয়াকে অপছন্দকারীদের রাজনীতি ‘ভাষণ’ নির্ভর : গয়েশ্বর

জিয়াকে অপছন্দকারীদের রাজনীতি ‘ভাষণ’ নির্ভর : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমানের রাজনীতি কর্মনির্ভর ছিল উল্লেখ করে যারা জিয়াউর রহমানকে অপছন্দ করেন তাদের রাজনীতিকে ‘ভাষণ’ নির্ভর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অনেকের কথা বেশি, কিন্তু জিয়াউর রহমান কথা কম বলতেন, কাজ বেশি করতেন। তিনি অচল অবস্থা থেকে জাতিকে সচল করেছেন তাই ওনার প্রতি সবার কৃতজ্ঞ হওয়া উচিত।’

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজকে যারা জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্যকে প্রতিষ্ঠিত করে, ইতিহাসকে মুছে ফেলতে চান তারা একটি ভুল কাজে হাত দিয়েছেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-বিএনপি নেতা আমানউল্লাহ আমান, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সুলতানা আহমেদ, ঢাকা জেলার ডা. দেওয়ান সালাহউদ্দিন,খন্দকার আবু আশফাক, নারায়নগঞ্জ জেলার অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও মামুন মাহমুদ প্রমুখ।

More News...

মনোনয়ন না পেয়ে নৌকার বিপক্ষে লড়বেন তারা

৩ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন সাকিব